2 unit building plan in bangladesh Phone: 01711945113 (imo, Whats App) বাড়ির ডিজাইন করার জন্য একজন BSc engineer দ্বারা করানো উচিৎ তিন রুমের...
2 unit building plan in bangladesh
Phone: 01711945113 (imo, Whats App)
কারণ
BSc তে প্রচুর ডিজাইন analysis শিখানো হয়, যা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জানে ই না।
4 তোলার কম হলে আপনার বিল্ডিং এ স্ট্যাটিক এনালাইসিস করা হয়েছে কি না যাচাই করে নেন।
আমার বাস্তব অভিজ্ঞতা, অনেকে আছে কম টাকায় কাজ ধরে পরে কোনো রকম হিসাব ছাড়া ইচ্ছামত ডিজাইন কাজ করে।
আপনি ঝুঁকিতে পড়বেন।
তাছাড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে BSc পড়া হয়। so অনেক কিছু শিখা যায়। প্রায় ই দেখি 4 তোলা র উপরে ডিজাইন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে,যা একদম ঠিক নয়।
4 তোলার উপরে র ডিজাইন গুলা অবশ্যই dynamic analysis করতে হয়। যা একজন BSc ইঞ্জিনিয়ার জানে। তবে সব ইঞ্জিনিয়ার জানে না। যার প্র্যাকটিস আছে সে জানে।
এমন কি অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্ট্যাটিক analysis ও সঠিক মত পারে না। অনেক সূত্র অনেক হিসাব কোথায় ভুল করছে আপনি ও ধরতে পারবেন না ।
যেমন অনেক আগে রিকটার স্ক্যালে 8 বা 9 একটা ভুমিকম্প হলো এখন যদি একজন ইঞ্জিনিয়ার যদি মনে করে ওই ভুমিকম্প রেকর্ড নিয়ে ডায়নামিক এনালাইসিস করবে। এটা সম্ভব।
আপনার কষ্টের টাকা ভালো ইঞ্জিনিয়ার এর বুদ্ধির জন্য ব্যয় করুন। আপনার ই লাভ
অনেকে ডিজাইনে ভুল করে। সাধারণ লোক জন তা বুঝতে পারে না।
কম টাকায় যারা ডিজাইন করে ওই সব ডিজাইনে ভুলের মাত্রা অত্যাধিক। লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাবেন অবশ্যই BS c( গ্রাজুয়েট) ইঞ্জিনিয়ার দিয়ে অভিজ্ঞ তা(ডিজাইন করার) সম্পূর্ণ হতে হবে।
যে লোক টা গভমেন্ট জব করে কিন্তু ডিজাইন করে না। তার বিল্ডিং এর লোডের হিসাব কত টুকু নির্ভুল হবে আমার সন্দেহ হয়
,
টাকা আপনার ভুল সিদ্ধান্ত নিলে আজীবন ক্ষতির মধ্যে পড়বেন
সীমিত খরচে বিল্ডিং ডিজাইন, সীমিত খরচে সয়েল টেস্ট !!!
সীমিত খরচে ডায়ালগ টা বাদ দিতে হবে। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে নিজেদের মূল্য অনেক কমিয়ে দিয়েছি। দেশে এখন ইঞ্জিনিয়ারদের অবস্থা অনেক বেশী নাজুক। যেখানে অন্য সব পেশাদারদের সিন্ডিকেট আছে, সেখানে ইঞ্জিনিয়ারিং কোম্পানি গুলোর কোন সিন্ডিকেট নাই, ন্যুনতম রেট নাই, এত আবেদনের পরেও আইইবি থেকে কোন পদক্ষেপ নাই। একটা ন্যুনতম রেট ফলো করা দরকার সব কোম্পানির। অনেকে মনে করে সস্তায় কাজ করলে বেশি কাজ পাওয়া যাবে, এটা ভাবে না যে সস্তায় কাজ করলে
সস্তা ক্লায়েন্ট পাওয়া যায়, ভালো দামী ক্লায়েন্টরা সস্তা বাজারে যায় না।
সবচেয়ে বড় কথা একটা বিল্ডিং করবে কোটি টাকা খরচ করে সেখানে মূল ভিত্তি সয়েল টেস্ট-ডিজাইন, আর তাতেই যদি সামান্য ৪-৫ লাখ টাকা খরচ করতে না পারে তাহলে বিল্ডিং বানানোর কোন মানে আছে? অথচ সঠিক সয়েল টেস্ট আর একটা ভালো ডিজাইন একটা বিল্ডিং এর খরচ ৫ থেকে ১৫ লাখ টাকা কমিয়ে দিতে পারে।
আবার একক মালিকেরা (ডেভলপার নয়) বিল্ডিং বানানোর সময় ২-৩ লাখ টাকা বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ার রাখেন না, রাজমিস্ত্রী সেখানে বড় ইঞ্জিনিয়ার। দেখা যায় সেই রাজমিস্ত্রী বা কনট্রাকটর এস্টিমেট বেশি দিয়ে বিল্ডিং ম্যাটেরিয়ালস সরিয়ে সরিয়ে মালিকের ৫-৬ লাখ টাকা হাতিয়ে নেয়, যেটা মালিক বুঝতেও পারেনা। অথচ একটা ইঞ্জিনিয়ার রাখলে সঠিক এস্টিমেট পেতো, কাজের কোয়ালিটি ঠিক থাকতো।
সয়েল টেস্ট, ডিজাইন, সাইট সুপারভিশন, কোয়ালিটি কন্ট্রোল সব কিছুর উপর বিল্ডিং এর স্থায়িত্ব নির্ভর করে।
এগুলোর যেকোন একটার অভাবে যখন কোথাও বিল্ডিং হেলে পড়ে তখন, কোন ইঞ্জিনিয়ার ডিজাইন করছে? কোন ইঞ্জিনিয়ার অনুমোদন দিছে? ইঞ্জিনিয়াররা চোর...হাবিজাবি...
একটা পড়ে থাকা জমির দাম ৫০লাখ-কোটি টাকা, অথচ পরিশ্রমের কোন মূল্য নেই?
To owners: Think again if you are going to construct a building.
To Engineers: As an Engineer think again to provide good service in good price. 2 unit building plan in Bangladesh
2 Unit Building Plan In Bangladesh >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
2 Unit Building Plan In Bangladesh >>>>> Download LINK
>>>>> Download Now
2 Unit Building Plan In Bangladesh >>>>> Download Full
>>>>> Download LINK Xd